• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৮:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২১, ০৮:৫২ পিএম

ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ সেট

ঢাকায় মেট্রোরেলের প্রথম কোচ সেট

নির্ধারিত সময়ের দুইদিন আগেই ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের প্রথম কোচ সেট।

বুধবার (২১ এপ্রিল) কোচের প্রথম চালানে একটি কোচ সেট ঢাকায় এসে পৌঁছায়।

আগামী ২৩ এপ্রিল প্রথম চালানের কোচটি ঢাকার তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা। 

এর আগে ৩১ মার্চ বিকেলে মেট্টোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে পৌঁছায়।

কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

গত ৪ মার্চ জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুন্দ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রোরেলের কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক।