• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ১০:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০২:০৮ এএম

ইউএনএফপিএ’র প্রতিবেদন

বাংলাদেশের নারীদের গড় আয়ু পুরুষদের চেয়ে ৪ বছর বেশি

বাংলাদেশের নারীদের গড় আয়ু পুরুষদের চেয়ে ৪ বছর বেশি

বাংলাদেশে পুরুষদের চেয়ে নারীদের গড় আয়ু ৪ বছর বেশি বলে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক প্রতিবেদনে উঠে এসেছে।

ইউএনএফপিএ বলছে, বাংলাদেশের নারীদের গড় প্রত্যাশিত আয়ু ৭৫ বছর। অন্যদিকে পুরুষের গড় আয়ু ৭১ বছর। 

ইউএনএফপিএ’র নিয়মিত বার্ষিক প্রকাশনা ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২১’-এ এমন তথ্য উঠে এসেছে। গত সপ্তাহে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর। আর পুরুষের ৭১ দশমিক ১ বছর।

ইউএনএফপিএ’র প্রতিবেদনে দেখা যাচ্ছে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৬৩ লাখ। দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বছরে ১ দশমিক ১ শতাংশ। একজন বিবাহিত নারী প্রজনন বয়সে (১৫ থেকে ৪৯ বছর) গড়ে দুটি সন্তানের জন্ম দিচ্ছেন। 

প্রতিবেদনে আরো উঠে এসেছ, দেশের মোট জনসংখ্যার ৫ দশমিক ৩ শতাংশ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। 

প্রতিবেদনে বাংলাদেশের নারীশিক্ষা ও অধিকার বিষয়ে পরিসংখ্যান তুলে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সী শিশুদের ৯৫ শতাংশ বিদ্যালয়ে যায়। মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সীদের মধ্যে এই হার ৬২ শতাংশ। তবে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে ৫৯ শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে। এদিকে স্বামীর হাতে নির্যাতনের শিকার হন ২৯ শতাংশ নারী।