• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ১২:২১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ১২:২১ এএম

রাজধানীতে হঠাৎ ঝড়

রাজধানীতে হঠাৎ ঝড়

রাজধানীতে ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। তবে এই গতিবেগের স্থায়িত্ব ছিল এক মিনিটেরও কম।

বুধবার রাতে ঝড় শুরু হয় রাত ১০ টা ১০ মিনিটে, শেষ হয় ১০ টা ৪০ মিনিটে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, আবহাওয়া অধিদপ্তর আগেই আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার রাতে ঢাকাসহ অন্য জায়গায় ৮৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে।

এই আবহাওয়াবিদ আরো জানান, বর্তমানে সীতাকুণ্ড, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। তবে দুদিন পর আবার মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।