• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৩:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২১, ০৩:৩৪ পিএম

সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

টানা কয়েকদিনের তাপদাহের পর বুধবার (২১ এপ্রিল) রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হয়। এরপর বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে তাপমাত্রা কমার সুখবর দেয় আবহাওয়া অফিস।

এতে গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তি নামবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিন দিনের পূর্বাভাসেও বলা হয়েছে এই সময়ের মধ্যে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো অথবা দমকা হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে।

তবে সীতাকুণ্ড, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা আরও প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া আগামী শনিবার থেকে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।