• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ১১:৪৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২১, ১১:৪৮ এএম

রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজনের মৃত্যু

রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজনের মৃত্যু

রাজধানীর আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাফায়াত হোসেন (৩৫)।

রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে মৃত্যু হয় তার।

শাফায়াতকে নিয়ে আরমানিটোলার অগ্নিকাণ্ডে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, শাফায়াতের শরীর গুরুতরভাবে দগ্ধ না হলেও তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

বৃহস্পতিবার ভোরে আরমানিটোলার ছয় তলা হাজী মুসা ম্যানসনের নিচতলার এ অগ্নিকাণ্ড ঘটে। তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন