• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১, ১১:০৪ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২১, ১১:০৪ এএম

নারায়ণগঞ্জের বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের বিস্ফোরণে দগ্ধ এক নারীর মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলেয়া বেগম (৩৬)।

রোববার (২৫ এপ্রিল) রাত ২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ২৩ এপ্রিল আলেয়া বেগমকে আইসিইউতে নেওয়া হয়। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। রাত ২টায় তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ছয়টার দিকে ফতুল্লার তল্লার জামাইবাজার এলাকার একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ১১ জন দগ্ধ হন। তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন