• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ১০:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২১, ১০:৫০ পিএম

আন্তর্জাতিক রুটের ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ

আন্তর্জাতিক রুটের ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ

সরকারি বিধিনিষেধের মধ্যে আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে  বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (২৭ এপ্রিল) এই সিদ্ধান্ত কথা জানায় বেবিচক। 

বেবিচক জানায়, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রবাসীদের বিষয়টি বিবেচনা করে ৭টি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান জানান, "লকডাউন সাত দিন বৃদ্ধি করা হয়েছে। এ জন্য ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী ৭ দিনের জন্য অব্যাহত থাকবে।"

বেবিচক চেয়ারম্যান আরও জানান, প্রবাসীরা এই ৭ দেশ ছাড়াও অন্যান্য দেশে আটকা পড়ে আছেন। তাদের জন্য কোনো রুট খুলে দেয়া যায় কি-না এ বিষয়ে আলোচনা চলছে। 

গত ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে ২১ এপ্রিল থেকে সীমিত পরিসরে কক্সবাজার বাদে অন্য রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।