• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৮:৩১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০২১, ১০:৪৯ এএম

কারাগার থেকে ছাড়া পেলেন ইরফান সেলিম

কারাগার থেকে ছাড়া পেলেন ইরফান সেলিম

ছয় মাস কারাগারে থাকার পর অবশেষে ছাড়া পেলেন সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর বুধবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ইরফান সেলিম কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান,  ইরফান সেলিমের বিরুদ্ধে সব মামালার জামিন মঞ্জুর হওয়ায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

হাজি সেলিমের ব্যক্তিগত একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল জানান, কারাগার থেকে বের হয়ে ইরফান সেলিম আজিমপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন। এরপর তিনি পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনের দাদার বাড়িতে যান।

ইরফান সেলিমের বাবা হাজি সেলিম যেমন আওয়ামী লীগের সংসদ সদস্য, তার শ্বশুর একরামুল করিম চৌধুরীও আওয়ামী লীগের সংসদ সদস্য। তার মা গুলশান আরাও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ছিলেন। ইরফান কারাগারে থাকা অবস্থায় তার মা গুলশান আরা সেলিম মারা যান।

নৌবাহিনী কর্মকর্তাকে ‘মারধরের’ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর গ্রেপ্তার হন ইরফান সেলিম। 

ইরফান সেলিমের বিরুদ্ধে করা মোট ৫টি মামলার মধ্যে চকবাজার থানায় করা একটি মাদক ও একটি অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) তাকে অব্যাহতি দিয়ে সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

বাসায় মাদক রাখার দায়ে একটি মামলায় এক বছর ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে এ দুই মামলায় তিনি নির্বাহী আদালতে আপিল করে জামিনে আছেন।

বাকি নৌবাহিনীর অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগের মামলায় সর্বোচ্চ আদালতে তার জামিনের আদেশ বহাল রয়েছে।