• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৮, ২০২১, ০৯:১৩ পিএম

হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেপ্তার

হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেপ্তার

হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্বদানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও হেফাজতের সাম্প্রতিক সময়ের সহিংসতায় হাবীবুল্লাহ কাসেমী জড়িত ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে।

মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামীর অন্যতম সদস্য।

গত কয়েক দিনে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন হেফাজত ইসলামের শীর্ষ পর্যায়ের অন্তত ২৫ জন নেতা।