• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০২:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২১, ০২:৪৩ পিএম

দুর্বৃত্তদের বিষে দুই শতাধিক ঘুঘু-কবুতরের মৃত্যু

দুর্বৃত্তদের বিষে দুই শতাধিক ঘুঘু-কবুতরের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবার খেয়ে ২০০টি ঘুঘু ও ২৮টি কবুতরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নাছির উদ্দীন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মনিরুল বলেন, বন্যপাখি ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে স্থানীয় নাছির উদ্দীনের ২৮টি কবুতর মারা যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।