
দেশের ছয় বিভাগে ঝড় হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন আবহাওয়াবিদরা।
সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রামের উত্তরাঞ্চলজুড়ে বড় ধরণের ঝড়ের আশঙ্কা রয়েছে। এর গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জাগরণকে এ তথ্য জানিয়েছেন।
এই আবহাওয়াবিদ বলেন, সন্ধ্যার পরে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েক জেলায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একেক এলাকায় একেক সময়ে এ ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।