• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০৯:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০২১, ০৯:৪৭ পিএম

শারীরিক অবস্থার উন্নতি হয়নি খালেদা জিয়ার

শারীরিক অবস্থার উন্নতি হয়নি খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

শুক্রবার (৩০ এপ্রিল) তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

ডা. জাহিদ হোসেন জানান, করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তবে করোনার কোনো উপসর্গ নেই। তিনি বিপদ মুক্ত রয়েছেন।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগের বেশকিছু পরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করা হবে। আগামী ১-২ দিনের মধ্যেই সেগুলো শেষ হবে। চূড়ান্ত রিপোর্ট পেলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

বর্তমানে খালেদা জিয়াকে নন-করোনা ইউনিটে রাখা হয়েছে বলেও জানান চিকিৎসকরা। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যা এবং দুই হাঁটুর জয়েন্ট প্রতিস্থাপনজনিত জটিলতা থাকায় তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে বাসায় নেওয়া হবে বলে জানান ডা. জাহিদ হোসেন।

এদিকে কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা ও আরেকজন নারী স্টাফও চিকিৎসাধীন রয়েছেন।