• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২১, ১২:১৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ১২:২৫ পিএম

গণপরিবহন চালুর দাবিতে শ্রমিক বিক্ষোভ

গণপরিবহন চালুর দাবিতে শ্রমিক বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন গণপরিবহন শ্রমিকরা।

রোববার (২ মে) সকাল ১০টায় রাজধানীর সায়েদাবাদে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। 

বিক্ষোভ মিছিলে তিন শতাধিক শ্রমিক অংশ নেন। ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন কর‌ছে সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি। 

শ্রমিকদের এ আন্দোলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন অংশ নিচ্ছে।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্যসহায়তা প্রদান করা ও সারা দেশে পাসপোট ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান গণমাধ্যমকে বলেন, “শপিং সেন্টার থেকে শুরু করে সবকিছু চালু রাখা হয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহন। এতে ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি আমরা সরকারের কাছে জানিয়ে আসছি।”