• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২১, ০৩:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ০৩:১০ পিএম

সতর্ক না হলে আবারো বাড়তে পারে সংক্রমণ : স্বাস্থ্যমন্ত্রী

সতর্ক না হলে আবারো বাড়তে পারে সংক্রমণ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কিছুটা সফল হলেও আত্ম তুষ্টির সুযোগ নেই, সতর্ক না হলে আবারো বাড়তে পারে সংক্রমণ।”

রোববার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, “করোনা ভাইরাস মোকাবেলায় সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা ছাড়া পৃথিবী এগিয়ে যেতে পারে নাহ করোনা মহামারি তাই দেখিয়ে দিয়ে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “স্বাস্থ্যখাতে যথেষ্ট জনবলের ঘাটতি রয়েছে। তা পূরণে চেষ্টা করা হচ্ছে। এ খাতে কী ঘাটতি আছে তা না ভেবে এ খাতকে কিভাবে এগিয়ে নেয়া যায় তা ভাবতে হবে।”

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাশিয়া-চীনসহ বিভিন্ন দেশ থেকে টিকার ব্যবস্থাও করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।