• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২১, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ০৩:৫৭ পিএম

দেশের বিভিন্ন স্থানে ঝড়, ঢাকায় হতে পারে সন্ধ্যায়

দেশের বিভিন্ন স্থানে ঝড়, ঢাকায় হতে পারে সন্ধ্যায়

দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। সন্ধ্যার দিকে ঢাকায় আঘাত হানতে পারে তা। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২ মে) আবহাওয়াবিদ শাহীন ইসলাম জানিয়েছেন, এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগ, সিলেট, যশোর, রাঙামাটির ওপর দিয়ে কাল বৈশাখীঝড় বয়ে যাচ্ছে। তবে এগুলো পূর্বমুখী। সুনামগঞ্জের দিকেও কিছুক্ষণের মধ্যে ঝড় হতে পারে। সেক্ষেত্রে সন্ধ্যার পর ঢাকার ওপর দিয়েও বয়ে যেতে পারে ঝড়।

এদিকে আগামী ২৪ ঘণ্টার ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নোয়াখালী এবং ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। 

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে ও তাপমাত্রা আরও কমতে পারে।