• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২১, ০৪:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ০৫:০৯ পিএম

‘৪ মের পর রাস্তায় গাড়ি চলাতে বাধ্য হব’

‘৪ মের পর রাস্তায় গাড়ি চলাতে বাধ্য হব’

গণপরিবহন চালুর দাবিতে রোববার (২ মে) দেশের বিভিন্নস্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে শ্রমিক ইউনিয়নগুলি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-  

চট্টগ্রাম: চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেছেন, “৪ মের পরে মালিক-শ্রমিকরা রাস্তায় গাড়ি চালাতে বাধ্য হব।”

রোববার (২ মে) চট্টগ্রামের আন্তজেলা বাস মালিক সমিতির কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু এ কথা বলেন। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আগামী দুই দিনের মধ্যে গণপরিবহন চলাচলের অনুমতি দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সংগঠনের মালিকরা।

মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, “গণপরিবহন চলাচলের বিষয়ে অনুমতির জন্য আমরা ৪ মে পর্যন্ত অপেক্ষা করছি। ৪ মের পর যদি মালিক শ্রমিকরা নিজ উদ্যোগে গাড়ি চলাচল শুরু করে দেয়, তাহলে সংগঠনের কিছু করার থাকবে না। ওই তারিখের আগেই সরকারকে একটা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।”

খুলনা: দুপুরে খুলনা বিভাগীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গায় বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। ঈদুল ফিতরকে সামনে রেখে গণপরিবহন চালুর দাবিতে তাদের এ বিক্ষোভ। 

অনেকদিন পরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা এখন অসহায় অবস্থায় আছে জানিয়ে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, “পরিবহন সেক্টরে খুলনার প্রায় ১৫ হাজার শ্রমিক জড়িত। তাদের অবস্থা এখন খারাপ। তাই তারা বিক্ষোভ করেছেন।”

সৈয়দপুর (নীলফামারী): গণপরিবহন চালুর দাবিতে বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্বরে জেলা বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এফাজউদ্দিন।

কুড়িগ্রাম: গণপরিবহন চালু ও খাদ্য সহায়তাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস ও মিনিবাস শ্রমিকরা।
দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শাপলা চত্বরে সড়ক বন্ধ করে দিয়ে সমাবেশ করেন শ্রমিকরা। এসময় বক্তব্য রাখেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নুর আমিন।

গাইবান্ধা: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সকল স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ তিন দফা দাবি বাস্তবায়নে সারাদেশের মতো গাইবান্ধাতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা বাসমিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে বাস পরিবহন শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

জয়পুরহাট: লকডাউনে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করায় জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড় জিরো পয়েন্টে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক ইউনিয়ন নেতা রাশেদ আহমেদ মিলন ও আজাহার আলী।