• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৩, ২০২১, ১২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০১:০৩ পিএম

আজও হতে পারে বৃষ্টি , কমবে তাপমাত্রা

আজও হতে পারে  বৃষ্টি , কমবে তাপমাত্রা

সোমবারও (৩ মে) রাজধানীর বিভিন্ন স্থানসহ সারা দেশের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তীব্র গরমে কিছুটা স্বস্তি পেয়েছে রাজধানীবাসী। রোববার (২ মে) রাতের প্রচণ্ড বৃষ্টিতে স্বস্তি মেলে। সেই সঙ্গে কমেছে তাপমাত্রাও। সোমবার বৃষ্টি হলে তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা হ্রাস পাবে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দেশের কোথাও কোথাও ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মাইজদী কোর্ট, ফেনী, পাবনা, পটুয়াখালী, পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় দিনের বেলাতেই তাপমাত্রা কমতে পারে।

রোববার রাতে চাঁদপুরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ৪৯ মিলিমিটার। তবে রাজশাহী ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।