• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৩, ২০২১, ০২:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০৩:৫৩ পিএম

মাস্ক না পরলেই শপিং মল বন্ধ হবে

মাস্ক না পরলেই শপিং মল বন্ধ হবে

করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের মধ্যেই খুলে দেওয়া হয়েছে দোকানপাট ও শপিং মল। তবে স্বাস্থ্যবিধি না মানলে এবং মাস্ক পরা নিশ্চিত না করলে শপিং মল বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩ মে) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সচিব বলেন, “করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক না পরলেই কঠোর অ্যাকশনে যাচ্ছে প্রশাসন। আজ থেকেই পুলিশ, সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট মার্কেট তদারক করবেন। সেখানে মাস্ক ছাড়া কাউকে দেখলেই প্রয়োজনে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।”

এ ছাড়া চলমান কঠোর বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সচিব।

ঈদের সরকারি ছুটি তিন দিনই থাকবে। ৬ মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে। দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে বিধিনিষেধ দিয়েছিল সরকার। তবে তা ফলপ্রসূ না হওয়ায় পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় সেই বিধিনিষেধ। এ বিধিনিষেধ কার্যকরে ১৩ দফা নির্দেশনা দেয় সরকার।