• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩, ২০২১, ০৪:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০৬:০৭ পিএম

তীব্র শ্বাসকষ্টে সিসিইউতে খালেদা জিয়া

তীব্র শ্বাসকষ্টে সিসিইউতে খালেদা জিয়া

হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার (৩মে) দুপুরে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন হাসপাতালে চিকিৎসকরা।

এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে খালেদা জিয়াসহ তার সহকারী ৩ জনের তৃতীয়বারের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে ৩ জন সহকারী করোনামুক্ত হয়েছেন। কিন্তু বেগম জিয়ার রিপোর্ট নিয়ে সুস্পষ্টভাবে কিছু জানায়নি সংশ্লিষ্টরা। 

তবে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছিলেন, বেগম জিয়ার শরীরে এখন করোনার কোনো উপসর্গ নেই।

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে হাসপাতালের ডাক্তারাই জানাবেন।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ে।