• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০১:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০১:০৪ পিএম

সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে  ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দীর্ঘ দাবদাহের পর কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানের ঝড়, বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে দাবপ্রবাহ কমে তাপমাত্রাও কিছুটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। ঝড়ের সম্ভাবনা রয়েছে আজও। 

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার  হতে পারে।

এদিকে চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এরই মধ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।