• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০১:২৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০৫:১৯ পিএম

‍‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন করা হয়নি‍‍’

‍‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন করা হয়নি‍‍’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার ও দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ মে) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কোনো আবেদন করা হয়নি। পরিবার বা দলের পক্ষ থেকে এমন কোনো আবেদন করা হয়নি।”

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়া স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করতে দুপুরে বসছে হাসপাতালের গঠিত মেডিকেল বোর্ড। 

শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের ডাক্তাররা জানান, ফুসফুসে পানি জমায় শ্বাসকষ্টে ভুগছেন খালেদা জিয়া।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।