• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: মে ৪, ২০২১, ০১:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০২:১৭ পিএম

বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের জরিমানা

বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় বসুন্ধরা সিটি শপিং মলের কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম।

মঙ্গলবার (৪ মে) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক অভিযানের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, ক্রেতারা মাস্ক পরছেন। কিন্তু ব্যবসায়ীরা মাস্ক পরছেন না। অভিযানে তাদের শনাক্ত করা হয়। এখন পর্যন্ত ১২ জনকে জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক বলেন, “কিছু কিছু দোকানের কর্মীরা মাস্ক না পরেই ছিলেন। তাদের ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। অভিযান চলছে। কতজনকে কত টাকা জরিমানা করা হলো তা পরে জানানো হবে।”

এদিকে স্বাস্থ্যবিধি না মানায় নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীদের জরিমানা করেন।