• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০২১, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০২:১৫ পিএম

পল্টনে চায়না টাউন মার্কেট সাময়িক বন্ধ

পল্টনে চায়না টাউন মার্কেট সাময়িক বন্ধ

পল্টনে চায়না টাউন মার্কেট সাময়িক বন্ধ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। কারণ স্বাস্থ্যবিধি না মেনে মার্কেট খোলা রাখা হচ্ছিল।

মঙ্গলবার (৪ মে) এ মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালুদ্দিন জানান, স্বাস্থ্যবিধি মানলে পরে মার্কেটটি খুলে দেওয়া হবে। শুধু এই মার্কেটই নয়, দেশের যেসব মার্কেট স্বাস্থ্যবিধি না মেনে মার্কেট খোলা রাখবে ওই সব মার্কেটেও বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানান হেলালুদ্দিন। পল্টন চায়না মার্কেটের সভাপতিও কাজি মনিরুল হক রওনকও বিষয়টি মেনে নিয়েছেন।

কাজি মনিরুল হক জানান, স্বাস্থ্যবিধি মেনেই মার্কেটটি খুলতে চান। অবশ্য মার্কেটটি বন্ধ করার পরপরই স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার প্রস্তুতি সরঞ্জাম সংগ্রহে ব্যস্ত মার্কেটের দোকানিরা।