• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০২১, ০৩:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০২১, ০৩:৪৬ পিএম

করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন খালেদা

করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা পরবর্তী বেশকিছু জটিলতায় ভুগছেন। তার একজন ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার ডায়াবেটিসের মাত্রা ওঠানামা করছে। তার ফুসফুস থেকে তিন ব্যাগ ফ্লুইড বের করা হয়েছে সঙ্গে দেখা দিয়েছে অক্সিজেনের স্বল্পতা। বয়স বিবেচনায় তা শঙ্কার কারণ হতে পারে।

ওই ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারকে ও দলের নেতাদের জানানো হয়েছে। আপাতত হাসপাতালে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হবে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে। গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার (৫ মে) থেকে শ্বাসকষ্ট অনুভব করায় তাকে কেবিন থেকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এখনো সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।