• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৮, ২০২১, ০৫:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২১, ০৬:৪৫ পিএম

‘সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম গাছ লাগান বঙ্গবন্ধু’

‘সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম গাছ লাগান বঙ্গবন্ধু’

সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম গাছ লাগিয়েছিলেন বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৮ মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, “এটিকে উদ্যান হিসেবে বঙ্গবন্ধুই সৃষ্টি করেছিলেন।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ করার জায়গা দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, “৭ মার্চের ভাষণের স্থান ও পাকিস্তানি হানাদার বাহিনীর সারেন্ডার করার স্মৃতি মুছে ফেলার জন্য জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে এই উদ্যানের অধিকাংশ জায়গা জুড়ে শিশুপার্ক করেছিল।”

“সৌন্দর্যবর্ধনের নামে এই ঢাকা শহরে রাস্তার পাশ থেকে কত সুন্দর সুন্দর গাছ কেটে ফেলা হয়েছিল। উজাড় করে ফেলা হয়েছিল এই নগরীর সৌন্দর্য।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “গত কয়েকদিনে ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি।”

এই মুহূর্তে বেঁচে থাকাটাই জরুরি, আগে জীবন পরে জীবিকা বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।