• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২১, ০৮:৫৮ এএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২১, ০৯:৪২ এএম

‘সবাই ভ্যাকসিন পাবে’

‘সবাই ভ্যাকসিন পাবে’

করোনাভাইরাসের ভ্যাকসিন সবাইকে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, " ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সবার ভ্যাকসিন পাবে। সরকার ভ্যাকসিন নিশ্চিত করতে কাজ করছে। যথাসময়ে ভ্যাকসিন দেশে আসবে।"

শনিবার (৮ মে) রাতে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।

ভারত থেকে চুক্তি অনুযায়ী করোনা ভ্যাকসিন দেশে আসা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ভ্যাকসিনের বিষয়ে আমরা ভারতের সঙ্গে চুক্তি করেছি। ভারত আমাদের ৩ কোটি ভ্যাকসিন দেবে। তবে দেশটিতে করোনা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় ভ্যাকসিন তৈরির কাচামালের অভাবে তারা সময়মতো ভ্যাকসিন দিতে পারেনি।"

সাধারণ জনগণের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনাদের মনে রাখতে হবে বিশ্বের ১৩০ দেশ এখনও ভ্যাকসিন পায়নি। অথচ আমরা ভ্যাকসিন এনে বিতরণ করেছি। দেশের অধিকাংশ মানুষ এখন ভ্যাকসিনের আওতায় এসেছে।"

সরকার ভ্যাকসিন নিশ্চিতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, " আমরা বিকল্প হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছ থেকেও ভ্যাকসিন আনার উদ্যোগ নিয়েছি। এসব ভ্যাকসিন দেশে এলেই সবাইকে দেওয়ার হবে। বর্তমান পরিস্থিতিতে ভারত ভ্যাকসিন দিতে না পারায় বিশেষ ক্ষমতাবলে চী‌ন থেকে ভ‌্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।"

মন্ত্রী বলেন, "ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ কিনতে বাংলাদেশ চুক্তি করলেও গত চার মাসে দুই চালানে হাতে পেয়েছে ৭০ লাখ ডোজ। এছাড়া ভারত সরকার আরও ৩২ লাখ ডোজ উপহার দিয়েছে। তবে আগে নিজেদের চাহিদা মেটাতে ভারত সরকার টিকা রপ্তানি বন্ধ রেখেছে। এরপর বাংলাদেশকে টিকাদান কর্মসূচি চালিয়ে নিতে জরুরি ভিত্তিতে অন্য উৎস খুঁজতে হচ্ছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে রাশিয়ার স্পুটনিক-ভি এবং চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।"