• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ১০:০৪ এএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ১০:৫০ এএম

ভোরে রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

ভোরে রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাজধানী ঢাকায় চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে (১১ মে) ভোরে। ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত এ বৃষ্টি হয়। এছাড়া সকাল থেকেই রাজধানীর আকাশ ঢেকে আছে মেঘে।

মঙ্গলবার (১১ মে) সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকায় আজ ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভোর ৪টা থেকে সকাল প্রায় সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। এ বছর ঢাকা শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টি।

এদিকে সকাল পৌনে ১০টা থেকে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। ঘন মেঘে ঢেকে গেছে ঢাকার আকাশ। চলছে বজ্রসহ বৃষ্টি। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।