• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১১, ২০২১, ০৩:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ০৩:২৩ পিএম

দেশের ইতিহাসে মেট্রোরেলের প্রথম চলাচল

দেশের ইতিহাসে মেট্রোরেলের প্রথম চলাচল

বিদ্যুতের সাহায্যে দেশের ইতিহাসে মেট্রোরেলের প্রথম চলাচল দেখানো হয়েছে। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে এই চলাচল দেখানো হয়।

এ উপলক্ষে ডিপোতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় ওয়ার্কশপ থেকে ট্রেনটি বের হলে উপস্থিত সবাই হাততালি দিয়ে সেটিকে স্বাগত জানান।

জাপানের কাওয়াসাকি কোম্পানি নির্মিত সম্পূর্ণ বিদ্যুৎচালিত এ ট্রেনটি ৬টি বগির সেট নিয়ে ওয়ার্কশপ থেকে  প্রায় ৫০০ মিটার ড়ি দেয়। ওই কোম্পানিরই একজন চালক ট্রেনটি চালিয়ে নিয়ে আসেন।

এ সময় সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনটির ভেতরে ঘুরে দেখেন।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আরেক সেট ট্রেন মোংলা বন্দরে এসে পৌঁছেছে।”

সেতুমন্ত্রী জানান, প্রথম ট্রেনটি আগস্ট মাসে ডিপোর বাইরে ফ্লাইওভারে তোলা হবে। সেখানে প্রথমে পারফরম্যান্স টেস্ট, তারপর সমন্বিত পরীক্ষামূলক চলাচল, তারপর পূর্ণাঙ্গ পরীক্ষামূলক চলাচল হবে।

ট্রেনটি চালিয়ে বাইরে আধা ঘণ্টা রেখে আবার ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়।