• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ১০:০৪ এএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ১১:০৫ এএম

রোজায় প্রতিদিন ২৮০০ মানুষকে খাবার পৌঁছে দিচ্ছেন নগরপিতা

রোজায় প্রতিদিন ২৮০০ মানুষকে খাবার পৌঁছে দিচ্ছেন নগরপিতা

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

ব্যক্তিগত অর্থে অসহায়দের ঈদ উপহার দেওয়ার পাশাপাশি রোজায় প্রতিদিন ২ হাজার ৮০০ মানুষকে রান্না করা খাবার দিয়েছেন মেয়র। রাজধানীর খেটে খাওয়া মানুষের ইফতারের আয়োজন করতেই তার এই উদ্দ্যােগ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “ইফতার ছাড়াও আমরা অনেকের কাছে সহায়তা পাঠিয়ে দিচ্ছি। আমি নগরপিতা না, বরং সেবক হিসেবে সবার পাশে থাকতে চাই।”

এই আয়োজনে প্রতিদিনই বড় বড় হাঁড়িতে রান্না হয়। মেয়র নিজেও এগুলোর সমন্বয় করেন। খাবারের মেন্যুতে থাকে চিকেন খিচুড়ি ও ডিম। স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্যাকেট করা হয়। এরপর পৌঁছে যায় রাজধানীর খেটে খাওয়া মানুষের কাছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা এই কাজে সহায়তা করছেন।

বিডি ক্লিনের এক কর্মকর্তা জানান, ইফতার বানানো থেকে বিতরণ পর্যন্ত ৫০ জন প্রতিদিন কাজ করছেন। 

করোনার প্রথম ধাক্কায় অসহায় খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন মেয়র আতিক। ওই সময় মেয়র হিসেবে তিনি দায়িত্বও গ্রহণ করেননি। তবু ৭৬ হাজার ৫০০ মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। এবারও সেই ধারাবাহিকতায় তিনি অসহায়দের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। সঙ্গে ঈদ উপহারও দিয়েছেন। যার পুরো আয়োজনই হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে।