• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ১২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০১:১০ পিএম

মিতু হত্যা মামলা

‘নতুন মামলায় বাবুল আসামি, শ্বশুর বাদী’ 

‘নতুন মামলায় বাবুল আসামি, শ্বশুর বাদী’ 

মিতু হত্যার নতুন মামলায় ১ নম্বর আসামি হবেন তার স্বামী, পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ও পুলিশের উপমহাপরিদর্শক বনজ কুমার মজুমদার।

বুধবার (১২ মে) সকালের ঢাকায় পিবিআইয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশের উপমহাপরিদর্শক এ কথা বলেন।

বনজ কুমার মজুমদার বলেন, নতুন মামলার বাদী হতে পারেন মাহমুদা আক্তার মিতুর বাবা মোশাররফ হোসেন। পুরোনা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজই আদালতে দেওয়া হবে।

বনজ কুমার বলেন, বাবুল আক্তারের স্ত্রীকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর মামলা হিসেবে এটি পরিগণিত। বাবুল আক্তার বাদী হয়েছিলেন। পুরোনো মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন দুজন।

পিবিআই প্রধান বলেন, “মামলার বাদীকে ইচ্ছা করলেই গ্রেপ্তার করা যায় না। বাদীকে গ্রেপ্তার করতে হলে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে। খুলশী থেকে ফাইনাল রিপোর্ট জমা দিতে আজই কোর্টে যাচ্ছে পুলিশ। এটি দাখিলের পর নতুন মামলা হবে। মোশাররফ হোসেন বাদী হতে পারেন। কথা বলা হয়েছে তাঁর সঙ্গে। তাকে পিবিআই চট্টগ্রাম নিয়ে গেছে। নতুন মামলায় ১ নম্বর আসামি হবেন বাবুল আক্তার।”