• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০২১, ০৭:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০২১, ০৭:৪৭ পিএম

চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার (১৪ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর।

বুধবার (১২ মে) রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকের পর জানানো হয়, বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোজা ৩০টি পূর্ণ হবে। সে হিসেবে শুক্রবার (১৪ মে) দেশব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।