• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ১০:২৬ এএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ১০:৩৫ এএম

করোনামুক্তি ও মুসলমানদের রক্ষায় বিশেষ দোয়া

করোনামুক্তি ও মুসলমানদের রক্ষায় বিশেষ দোয়া

করোনা থেকে পরিত্রাণ এবং ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলমানদের রক্ষায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া করা হয়।

শুক্রবার (১৪ মে ) সকাল ৭টায় জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ কারি কাজী মাসুদুর রহমান।

মিজানুর রহমান প্রথম জামাতে আল্লাহর কাছে আকুতি জানিয়ে বলেন, “হে আল্লাহ্‌ তুমি ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত কর। তাদের রক্ষা কর।”

বাংলাদেশকে করোনামুক্ত করতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তৌফিক দিতে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৭টা ২১ মিনিটে শুরু হয় ঈদের প্রথম জামাত। ১০ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহ্‌র কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট-বড় সব বয়সী মুসল্লি।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়।