• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ১১:১৯ এএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০২১, ১১:২৯ এএম

উপহারের টিকা থেকে ৩০ হাজার নিজেদের জন্য চায় চীন

উপহারের টিকা থেকে ৩০ হাজার নিজেদের জন্য চায় চীন

বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে চীন। সিনোফার্মার উৎপাদিত এই টিকা গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে। উপহার দেওয়া সেই টিকা থেকে ৩০ হাজার ডোজ চায় বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের জন্য চেয়েছে দেশটি।

উপহার থেকে নিজেদের নাগরিকদের জন্য টিকার অনুরোধ জানিয়ে ১১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে চিঠি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

চিঠিতে চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের টিকা দিতে চায় চীন। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের অনুমোদন চায় তারা। উপহারের টিকা ঢাকার কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) পৌঁছালে সেখান থেকে তারা ৩০ হাজার টিকা সংগ্রহ করবে। উপহারের বাকি ৪ লাখ ২৭ হাজার টিকা ২ বার করে ২৮ দিনের মধ্য সরকারকে বাংলাদেশের নাগরিকদের দিতে হবে।