• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০২১, ১১:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ১১:৩১ এএম

বাড়তে পারে তাপমাত্রা

বাড়তে পারে তাপমাত্রা

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে।

শুক্রবার (১৪ মে) রাত ১০টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়। তবে রাতে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ইতিমধ্যে কিছু এলাকায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি দাবদাহ শুরু হয়েছে। যশোর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।