• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৫, ২০২১, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০২১, ০১:৪০ পিএম

আমির হামজাকে খুঁজছে পুলিশ

আমির হামজাকে খুঁজছে পুলিশ

ইউটিউবে ওয়াজের নামে উগ্রবাদ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে খুঁজছে পুলিশ। 

তিনি ছাড়াও আরও কয়েকজন ইসলামি বক্তার তালিকা করা হয়েছে। ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে তারা কোমলমতি কিশোর-তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন তারা।

কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধর্মের নামে অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আমির হামজাসহ বেশ কয়েকজন ইসলামি বক্তাকে খুঁজছে পুলিশ। সম্প্রতি এক ইসলামি বক্তার নির্দেশে সাকিব আলি হাসান উসামা নামের এক যুবক তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব বিষয়টি স্বীকার করেছেন।

জানা গেছে, ৫ মে সংসদ ভবন এলাকা থেকে সাকিবকে আটকের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলায় সাকিব ছাড়াও আরও দুইজনকে আসামি করা হয়েছে।