• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২১, ০৪:০০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২১, ০৪:০০ পিএম

স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে মার্কেট-শপিংমল

স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে মার্কেট-শপিংমল

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চলমান ‘সর্বাত্মক লকডাউনে’র মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে বিধিনিষেধে আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে মার্কেট, শপিংমল ও দোকানপাট।

রোববার (১৬ মে) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগের মতোই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট, শপিংমল ও দোকানপাট। তবে প্রতিটি জায়গায় ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। কোথাও স্বাস্থ্যবিধি না মানা হলে সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেওয়া হবে।

করোনার সংক্রমণ মোকাবেলায় গত ১৪ এপ্রিল ‘সর্বাত্মক লকডাউন’ জারি করে সরকার। পরবর্তীকালে বেশ কয়েকধাপে লকডাউনে মেয়াদ বাড়িয়ে ১৬ মে মধ্যরাত পর্যন্ত করা হয়। কিন্তু এখন আবার মেয়াদ বাড়ানোয় আগামী ২৩ মে মধ্যরাতে শেষ হচ্ছে বিধিনিষেধ।