• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৭:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২১, ০৭:৩৩ পিএম

শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা

শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

সোমবার (১৭ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ও ক্যাম্পাস খোলার আগে যত তাড়াতাড়ি সম্ভব সুবিধাজনক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া পরিকল্পনা রয়েছে সরকারের।

কলেজ-বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংস্কার সম্পর্কে তিনি জানান, ইতোমধ্যে ৪০টির সংস্কার শুরু হয়েছে।

সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনাভাইরাসের কারণে গত ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।