• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০২১, ০৮:১৯ এএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০২১, ০৮:১৯ এএম

খোলা থাকছে সব শপিংমল

খোলা থাকছে সব শপিংমল

করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিপণীবিতান, শপিংমল খোলা থাকবে বলে জানিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।

সোমবার (১৭ মে) সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘মাস্ক নাই সেবা নাই’-সহ সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে পরবর্তী সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঢাকা শহরসহ সারাদেশের সব বাণিজ্য বিতান, শপিংমল খোলা থাকবে। ১৭ মে থেকে স্বাস্থ্য দপ্তরের নীতিমালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশাবলী মেনে নিজে এবং ক্রেতাকে ঝুঁকিমুক্ত রেখে ব্যবসা পরিচালনা করতে পারবেন ব্যবসায়ীরা।

তবে কেউ যদি তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সংগঠনটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা রাখার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।