• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৮:৪৭ এএম
সর্বশেষ আপডেট : মে ২৪, ২০২১, ১১:০৯ এএম

কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এম এ আহাদ আর নেই

কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এম এ আহাদ আর নেই

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ আহাদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৪ মে) সকালে তিনি চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কানাডা আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ নেতা ছিলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জহুর আহমেদ চৌধুরীর মেয়ের জামাতা ছিলেন এম এ আহাদ।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম এম এ আহাদের জানাজা সকাল ১০টায় দামপাড়া বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

১৯৮৮ সালে আহাদের উদ্যোগে প্রথম কানাডা আওয়ামী লীগ গঠনের সিদ্ধান্ত হয়। তার বাসায় মন্ট্রিয়ালের স্থানীয় বাঙালি  প্রবাসী, বঙ্গবন্ধুপ্রেমিক, মুক্তিযুদ্ধের আদর্শিক কর্মীদের নিয়ে কানাডা কমিটি গঠনের যাত্রা শুরু করেন। ১৯৯১ সালে পূর্ণাঙ্গ কানাডা আওয়ামী লীগ কমিটি গঠন করা হয়।

১৯৯৩ সালে শেখ হাসিনা প্রথম কানাডা সফর করেন। সেখানে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কমিটিকে বাংলাদশের জেলা কমিটি অথবা মহানগর কমিটির সমমর্যাদা দেওয়ার প্রস্তাব রাখেন। এরপরই শেখ হাসিনা সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে কানাডা আওয়ামী লীগ গঠন করেন।