• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৫, ২০২১, ১২:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০২১, ১২:৫২ পিএম

চিরনিদ্রায় শায়িত হাবীবুল্লাহ সিরাজী

চিরনিদ্রায় শায়িত হাবীবুল্লাহ সিরাজী

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল ১১টা ২৫ মিনিটে তার দাফন কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে সকাল ১০টায় তার মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। সেখানে কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্য, সহকর্মী, কবি ও সংস্কৃতিকর্মীরা।

শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর আজিমপুর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় হাবীবুল্লাহ সিরাজীকে।

সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি হাবীবুল্লাহ সিরাজী। 

এর আগে ২৬ এপ্রিল পাকস্থলীর সমস্যার কারণে ওই হাসপাতালে ভর্তি হন হাবীবুল্লাহ সিরাজী। পরদিন (২৭ এপ্রিল) রাত ৮টায় অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে তিনি আইসিউতে ছিলেন।

হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।