• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ৩০, ২০২১, ১১:২৭ এএম
সর্বশেষ আপডেট : মে ৩০, ২০২১, ১১:৩১ এএম

কোভ্যাক্সের এক লাখ ডোজ টিকা আসছে আজ

কোভ্যাক্সের এক লাখ ডোজ টিকা আসছে আজ

করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার বায়োএনটেকের টিকার প্রথম চালান আজ রোববার (৩০ মে) দেশে আসছে। প্রথম চালানে এক লাখ ৬২০ ডোজ টিকা পাঠাবে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

ডা. শামসুল হক জানান, রোববার রাত ১১টার ২০ মিনিটে ফাইজার বায়োএনটেকের টিকা নিয়ে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশে এসে পৌঁছবে। এই টিকা যৌথভাবে তৈরি করেছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক।

তবে কবে নাগাদ এই টিকা প্রদান করা শুরু হবে এবং কারা এই টিকা পাবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব। তিনি বলেন, “এই বিষয়ে সিদ্ধান্ত নেবে টিকাদান সংক্রান্ত জাতীয় কমিটি।”