• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: জুন ৩, ২০২১, ১১:২২ এএম
সর্বশেষ আপডেট : জুন ৩, ২০২১, ০১:২০ পিএম

দেশে এসেছে ১৮ প্রবাসী শ্রমিকের মরদেহ

দেশে এসেছে ১৮ প্রবাসী শ্রমিকের মরদেহ

তিন দেশ থেকে ১৮ প্রবাসী শ্রমিকের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রবাসীদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২ জুন) সৌদি আরব, দুবাই ও মালেশিয়া থেকে প্রবাসীদের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, মৃত ব্যক্তিরা শ্রমিক ভিসায় বিদেশে কর্মরত ছিলেন। তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, মৃতরা বৈধ প্রবাসী শ্রমিক হওয়ায় তাদের প্রতি পরিবারকে ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এক মাস পর প্রতি পরিবারকে আরও ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। 

বিধিনিষেধের কারণে মরদেহগুলো দেশে পৌঁছাতে এক মাস সময় লেগেছে বলে জানায় মন্ত্রণালয়।