• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৫:৩০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২১, ০৫:৫৬ পিএম

মালিবাগে বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

মালিবাগে বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের এ ঘটনায় মারা যাওয়া তিনজন হলো ঝুমা (১২), সাবিনা ওরফে পাখি (১০) ও আবদুল হক (৬৫)।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগরণকে বলেন, “দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের পেছনে সোনা মিয়ার গলির সামনে খেলা করছিল সবাই। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

স্থানীয়রা জানান, সাবিনাকে আজিজ নামের এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা তিনটার দিকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

পথচারী আজিজ বলেন, “শিশুটি আহত অবস্থায় রাস্তায় পড়েছিল। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

মৃত সাবিনা ওরফে পাখি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর মানিকপুর গ্রামের মহাসিনের মেয়ে। তারা রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার সোনা মিয়ার গলিতে মাজেদার বাড়িতে ভাড়া থাকত।