• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: জুন ৬, ২০২১, ০৫:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৬, ২০২১, ০৬:৫১ পিএম

পা পিছলে বুড়িগঙ্গায় পড়ে এসআইয়ের মৃত্যু

পা পিছলে বুড়িগঙ্গায় পড়ে এসআইয়ের মৃত্যু

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে পা পিছলে পড়ে পুলিশ সদস্য মারা গেছেন।

রোববার (৬ জুন) সকালে টার্মিনালের ৮ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

উপ-পরিদর্শক (এসআই) শাওলিন আকিব (২৮) যাত্রাবাড়ীর কাজীরগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। মালিবাগে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন তিনি।

বিকেলে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি-অ্যাডমিন ও ফিন্যান্স) মো. হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, “শাওলিন আকিব ঢাকা জেলা এসবিতে কর্মরত ছিলেন। বরিশাল থেকে লঞ্চে আসা তার আত্মীয়কে নিতে সকালে সদরঘাটে যান তিনি। কিন্তু বৃষ্টি কারণে পন্টুন পিচ্ছিল ছিল। পন্টুনে অবস্থানকালে অসতর্কতাবশত পা পিছলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে পড়ে যান আকিব। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন