
টিকটক চক্রের আরও দুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৮ জুন) ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মামুনুর রশীদ এই রিমান্ড আদেশ দেন। ওই চক্রের মাধ্যমে ভারতে পাচার হওয়ার ৭৭ দিন পর পালিয়ে দেশে ফিরে এক তরুণী মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— আমিরুল ইসলাম ও আবদুস সালাম মোল্লা।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মহিউদ্দিন ফারুক আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের জন্য হেফাজতে নিতে আবেদন করেন।
এ আবেদনের পক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
আসামিদের কিছু বলার আছে কি না, জানতে চান বিচারক। তখন আসামি আমিরুল বলেন, ‘‘আমি মোটরসাইকেল ভাড়ায় চালাই। গত সোমবার বিকেলে আমি ঘুমিয়ে ছিলাম। আমার মোবাইলে একটা ফোন আসে। মোটরসাইকেল ভাড়া নেবে বলে বাজার থেকে আমার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন দেয়। আমাকে বাজারে আসতে বলে। আমি বাজারে যাই। এরপর আমাকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে আসে।’’
মামলাটির ১২ আসামির মধ্যে দেশে অবস্থান করা পাঁচজনকেই জিজ্ঞাসাবাদে রিমান্ডে পেল পুলিশ। গত ৩ জুন মামলাটির এজাহারনামীয় তিন আসামি মেহেদি হাসান, মহিউদ্দিন ও আবদুল কাদেরকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠায় আদালত।