• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৬:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২১, ০৬:৫০ পিএম

প্রধানমন্ত্রীর তহবিলে ২৪২ কোটি টাকা দিল বিএবি

প্রধানমন্ত্রীর তহবিলে ২৪২ কোটি টাকা দিল বিএবি

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে ২৪২ কোটি টাকা অনুদান দিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি)।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে এ অনুদানের চেক তুলে দেয়া হয়। বিএবির পক্ষে চেকটি তুলে দেন সংগঠনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে পোশাকমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ, ঢাকা চেম্বার, চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, ওয়ালটন গ্রুপ, পিএইচপি গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, বেঙ্গল গ্রুপ, শেলটেকসহ বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকেও অনুদান দেয়া হয়।