• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: জুন ১৩, ২০২১, ১১:২১ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০২১, ১২:২১ পিএম

ঢাকার পথে চীনের ৬ লাখ ডোজ টিকা

ঢাকার পথে চীনের ৬ লাখ ডোজ টিকা

ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান বলেছেন, “চীনের উপহার দেওয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ টিকা নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান।”

রোববার (১৩ জুন) সকালে ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে হ্যালং ইয়ান এ তথ্য জানান।

তিনটি ছবি দিয়ে চীনা দূতাবাসের উপপ্রধান লিখেন, “উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।”

চীনা দূতাবাস আরও জানিয়েছে, রোববার বিকেল নাগাদ দুই বিমানে টিকা ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। ওই টিকাও দেশে এনেছিল বিমান বাহিনী।

শুক্রবার (১১ জুন) হ্যালং ইয়ান ফেসবুক পোস্টে লিখেন, “৬ লাখ টিকা প্রস্তুত। ১৩ জুন তা বাংলাদেশে পৌঁছাবে।” আর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, “১৩ তারিখে ৬ লাখ ভ্যাকসিন আসবে। আমরা এখান থেকে দুটি সি-১৩০ বিমান পাঠাচ্ছি। ওরা ওই দিনই গিয়ে নিয়ে আসবে।”

এর আগে ছয় লাখ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মোমেনকে বলেছিলেন, “চীন বাংলাদেশের এ মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সময়ে চীন বাংলাদেশি বন্ধুদের ভ্যাকসিনের জরুরি প্রয়োজন সম্পর্কে উদ্বিগ্ন।”