• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০২১, ০৫:০৬ পিএম

সাগর উত্তাল থাকায় গ্যাস সংকট সৃষ্টি হবে

সাগর উত্তাল থাকায় গ্যাস সংকট সৃষ্টি হবে

আগামী তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিকে গ্যাস সরবরাহ ব্যাহত হবে বলে জানিয়েছে তিতাস কোম্পানি। সাগর উত্তাল থাকায়  তরল প্রাকৃতিক গ্যাস ( এলএনজি ) খালাসে বিঘ্ন হচ্ছে বিধায় এ সমস্যা সৃষ্টি হবে। এতে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না।

রোববার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ১৪, ১৫ এবং ১৬ জুন পর্যন্ত সমুদ্রে বৈরী আবহাওয়া কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার ফলে গ্যাস সরবরাহে সমস্যা সৃষ্টি বা স্বল্প চাপ বিরাজ করবে।

পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আলী মো. মামুন জানান, পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। বর্তমানে সাগর উত্তাল থাকায় আমরা এলএনজি আনলোড করতে পারছি না। ফলে এখন জমানো গ্যাস ব্যবহার করা হচ্ছে। এই কারণে সাড়ে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হতে পারে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেন, “আমরা এলএনজি পাব না। গ্যাসের বড় ঘাটতি হবে।”

গ্যাস সমস্যা কীভাবে মেটানো যায় তা নিয়ে আলোচনা করছি বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। 

আবাসিক ও বিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে আলী ইকবাল মো. নুরুল্লাহ, “সিএনজির বিকল্প তো তেল আছে। ফলে আমরা এসব বিবেচনা করেই গ্যাস রেশনিং করবো, আগামী তিন দিন।”