• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০২১, ০২:০৯ পিএম

সারাদেশে ৩ দিন থাকবে গ্যাস সংকট

সারাদেশে ৩ দিন থাকবে গ্যাস সংকট

আগামী ১৬ জুন পর্যন্ত সারাদেশের আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ ব্যাহত হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১৪ জুন) সকালে জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (উত্তর) ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ার পারভেজ এ তথ্য জানান।

প্রকৌশলী আনোয়ার পারভেজ জানান, বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এতে এলএনজি খালাসে সমস্য়া হচ্ছে। প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ দরকার। প্রতিদিনের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই ১৪ জুন থেকে আগামী ১৬ জুন পর্যন্ত সারাদেশের সব স্থানে গ্যাস সরবরাহ ব্যাহত হবে।

এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশে আগামী ৩ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরের অন্য জায়গায় মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে।