• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৫:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০২১, ০৫:৫৭ পিএম

কোনো রিস্ক নেব না: প্রধানমন্ত্রী

কোনো রিস্ক নেব না: প্রধানমন্ত্রী

করোনা মোকাবিলায় কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘‘যখন যে এলাকায় সংক্রমণ বাড়বে স্থানীয়ভাবে সে এলাকা ব্লক করে দিতে হবে। এ ব্যাপারে কোনো প্রকারের রিস্ক নেব না।’’

সোমবার (১৪ জুন) সকালে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত এ কথা বলেন তিনি। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৈঠক শেষে দুপুর সাড়ে তিনটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব জানান।

এসময় সাংবাদিকরা স্থানীয়ভাবে করোনার টিকা উৎপাদনের ব্যাপারে কোনও অগ্রগতি আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশীয় বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে এ ব্যাপারে আলোচনা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাদের বিস্তারিত জানাবে।

বিদেশ থেকে টিকা আনার ব্যাপারে অগ্রগতির কথা জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে জানানো হবে বলে তিনি জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নর্থবেঙ্গলে দিনাজপুরের করোনা সংক্রমণ একটু বেড়েছে, যশোর, চাঁপাইনবাবগঞ্জে কমে এসেছে। প্রধানমন্ত্রীসহ এটা সরকারেরই সিদ্ধান্ত। যদি উনারা মনে করেন কোনো এলাকা ব্লক করে দেবেন সেটা স্থানীয়ভাবে সবাই মিলে আলোচনা করে ব্লক করে দিতে পারবেন।

লকডাউন নিয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা- জবাবে সচিব বলেন, “আরও দুই দিন সময় আছে। এটা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। দেখা যাক কী হয়।”